Test chairman voice text
শতদল মহাবিদ্যালয়,ইন্দুহাটি,পাতলা,তেরখাদা,খুলনা।প্রতিষ্ঠানটি অত্র এলেকার একটি স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠান।অত্র প্রতষ্ঠানে আমি ইং ০৬-০৬-২০১৬ খ্রি: তারিখে যোগদান করে অদ্যবধি কর্মরত আছি।প্রতিষ্ঠানটির শিক্ষক কর্মচারী স্ব স্ব ক্ষেত্রে উচ্চ প্রশিক্ষিত ও অভিজ্ঞ। শিক্ষকদের ঐকান্তিক প্রচেষ্টা ও আন্তরিকতার কারণে প্রতিবছর বোর্ড পরীক্ষার ফলাফল পাশ্ববর্তী অন্যান্য প্রতিষ্ঠানের তুলনায় সন্তোষজনক। এখানে সাধারণ প্রত্যন্ত গ্রাম অঞ্চলের বিশেষ করে পাতলা,ইন্দুহাটি, কড়রিয়া,কুশলা,কামারোল ও পাশ্ববর্তী মোল্লাহাট উপজেলার কাচনা ও দাঁড়িয়ালা গ্রামের অস্বচ্ছল পরিবারের ছেলেমেয়েরা লেখাপড়া করে। তাদেরকে সঠিকভাবে শিক্ষাদান ও দিক নির্দেশনা প্রদানের মাধ্যমে শিক্ষিত করার পাশাপাশি মানুষের মত মানুষ হিসাবে গড়ে তোলার চেষ্ঠা করা হয়। এলাকার সকল সুধীজনের আন্তরিক প্রচেষ্ঠা ও সহযোগীতা থাকলে তত্র প্রতিষ্ঠানটি শুধুমাত্র তেরখাদা নয়, বাংলাদেশের মধ্য একটি আদর্শ শিক্ষা প্রতিষ্ঠানে পরিণত হবে বলে আমার বিশ্বাস। আমি প্রতিষ্ঠানটির উত্তোরওর সমৃদ্ধি ও উন্নতি কমনা করি।